থাইল্যান্ডে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

Feb-08, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিদেশের খবর

থাইল্যান্ডের কোরাট শহরে একটি সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের মধ্যে সেনা কমান্ডার, তার সহকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকও রয়েছেন। ব্যাংকক পোস্টের খবর, শনিবার সন্ধ্যা ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

এদিকে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি থাইকে জানিয়েছেন, জাকরাফান্থ থোম্মা নামে সামরিক বাহিনীর ওই জুনিয়র অফিসার প্রথমে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে। এরপর ওই ব্যক্তি কোরাট শহরের একটি বৌদ্ধ মন্দির এবং একটি শপিং সেন্টারে এলোপাথাড়ি গুলি চালান।

সন্দেহভাজন ওই ব্যক্তিকে এখনও আটক করা সম্ভব হয়নি। তিনি বর্তমানে শপিং সেন্টারের বেসমেন্টে লুকিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তাকে খুঁজে বের করতে পুরো শপিং সেন্টারটি কর্তৃপক্ষ ঘেরাও করে রেখেছে। এরইমধ্যে শপিং সেন্টারের কাছে গোলাগুলির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

Related Post